গণপরিষদ ও ভারতের সংবিধান রচনার ইতিহাস

Surojit Mondal
1 min readJan 13, 2023

--

সংবিধান:

একটি রাষ্ট্র প্রশাসন যে যে মৌলিক শর্ত এর ভিত্তিতে পরিচালিত হবে সেই শর্ত গুলোর সংকলন কে সংবিধান বলা হয়।রাষ্ট্রের শাসনতন্ত্রের কাঠামো, প্রশাসনিক প্রতিষ্ঠান এবং তাদের আধিকারিকদের দায়িত্ব, দায়বদ্বতা ও ক্ষমতা লেখা থাকে প্রত্যেক টি দেশের সংবিধান। ব্রিটেন ব্যাতিত প্রত্যেকটি গণতান্ত্রিক দেশের লিখিত সংবিধান আছে। এই সংবিধান গুলির মধ্যে আয়তনে বৃহত্তম ভারতের সংবিধান। ১৯৪৯ সালে ২৬ শে নভেম্বর সংবিধান গৃহীত হবার সময় এতে ২২ টি পার্ট,৩৯৫ টি অনুচ্ছেদ এবং ৪ টি তপসীলি ছিল।

গণপরিষদ:

ভারতের সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ।গণতান্ত্রিক রীতি নীতি অনুসারে একটি দেশের শাসন ব্যাবস্থা দেশের অধিবাসীদের দ্বারা রচিত হাওয়া উচিত। কিন্তু সেই সময় দেশবাসী সকলের সংবিধান রচনার কাজে সরাসরি যুক্ত হাওয়া সম্ভব ছিল না। তাই দেশবাসীর কয়েকজনকে নিয়ে একটি কমিটি তৈরী করা হয়। এই কমিটি দেশ ও দেশের মানুষ এর জন্য সংবিধান রচনা করে। দেশের জনগণের হয়ে যেই কমিটি সংবিধান রচনা করে, সম্মিলিত ভাবে তাদের

read full articles : https://netstudy.in/history-of-constituent-assembly-and-constitution-of-ndia/

--

--

Surojit Mondal
0 Followers

my name is surojit mondal.i am web devolper and seo expert.u can visit my blog https://www.lyricsagni.in/